প্রকাশিত: Sat, Jul 8, 2023 5:11 PM
আপডেট: Sat, Dec 6, 2025 2:23 PM

পটুয়াখালীর দুমকিতে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

আতকিুল আলম সোহলে : পটুয়াখালীর দুমকির লেবুখালী বাউফল মহাসড়কের দুমকি নতুন বাজার সংলগ্ন থেকে শুরু করে দক্ষিণ দিকে আ. মজিদ ঘরামীর বাড়ি পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তা এলাকাবাসীর নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে নির্মাণ কাজ শুরু হয়ে দ্রুত এগিয়ে চলছে।  

শুক্রবার সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, এ রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেয় পবিপ্রবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমির হোসেন। তিনি সর্বপ্রথম ওই এলাকার ভুক্ত ভোগীদের চলাচলের সুবিধার জন্য রাস্তা নির্মাণের দুই পাশের জমির মালিকদের কাছ থেকে জমি সংগ্রহ করেন, জমি দাতা ইঞ্জিনিয়ার আমির হোসেন, লিটন চন্দ্র শীল,  আনিসুর রহমান, কালাম গাজীসহ অনেকে। 

গত ৩ বছর পূর্বে এ রাস্তাটির কাজ শুরু করে বর্তমানে চলমান রয়েছে, নির্মাণ কাজে আর্থিক সহায়তা করেছেন আরিফুর রহমান, আ. সালাম গাজী, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন মাষ্টার, রমেশ চন্দ্র শীল, দিলীপ কুমার, মিজানুর রহমান সহ আরো অনেকে। এছাড়াও ইতিমধ্যে বিআরডিবি রাস্তাটি নির্মাণের জন্য ৬০ হাজার টাকা অনুদান দিয়েছে।  

এব্যাপারে ভুক্ত ভোগীদের মধ্যে খলিলুর রহমান বলেন, আমরা রাস্তার দুই পাশের সবাই মিলে সাধ্যমত আর্থিক সহায়তা ও শ্রম দিয়ে নিরলসভাবে কাজ করছি যাতে দ্রুত এলাকার সর্বস্তরের মানুষের ভোগান্তির অবসান ঘটে। 

রাস্তাটি নির্মাণের উদ্যোক্তা পবিপ্রবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমির হোসেন বলেন, ইতিমধ্যে আমার ঐকান্তিক প্রচেষ্টায় ও এলাকার সকলকে নিয়ে নিজস্ব অর্থায়নে ও শ্রমে রাস্তা নির্মাণের কাজ করে যাচ্ছি।